বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র উদ্যােগে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী এই প্রদর্শনী চলে।
গত ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করা হয়।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের তৃণমুল পর্যায়ের প্রান্তিক চাষীদের উন্নয়নে নানা উপকরণ দিয়ে সহায়তা করে আসছে। মানুষের পুষ্টকর খাদ্য উৎপাদনে গ্রাম ভিত্তিক খামারী তৈরী করতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা প্রান্তিক চাষী সহ সকলের সম্মিলিত সহযোগিতায় দেশ-কে পুষ্টকর খাবার উৎপাদনে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের, মুজিবুর রহমান,লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ মোঃ সাইফ উদ্দিন, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ শফিকুল ইসলাম,লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মোঃ শরিফ উদ্দিন মজুমদার, আবু জাফর মো: রাজু, ফিল্ড ফ্যাসিলিটেটর পংকজ দেব লিয়ন, ডেইরী খামারী নূরুল ইসলাম লস্কর (লেছু), মো: শাহিদ উদ্দিন ও সাখাওয়াতুল আম্বিয়া সুমন।
অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরীতে ১২জন খামারী-কে পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রদর্শনীতে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন উপকরণ নিয়ে ৬০টি স্টল ছিল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.