নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ উপজেলার ৪২টি প্রাইভেট স্কুলের প্রতিনিধিত্বকারী সংগঠন জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্দ্যোগে মাধ্যমিক পর্যায় দিনব্যাপী "শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা" সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী একর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর।
মাষ্টার ট্রেইনারগনের পক্ষে জসিম উদ্দিন সরকার ও জাকির হোসেন মন্ডল। জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে সহ সাধারণ সম্পাদক জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, অর্থ সম্পাদক ইয়াহইয়া আহমদ চৌধুরি, প্রচার সম্পাদক ছাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। "শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়ন-২০২৩" এর আলোকে মাধ্যমিক পর্যায় বিভিন্ন কেজি স্কুল থেকে ৯০ জন শিক্ষক ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে জকিগঞ্জের কেজি স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নামমাত্র সম্মানী নিয়ে এসব স্কুলের শিক্ষকরা অত্যান্ত আন্তরিকতার সহিত পরিশ্রম করে থাকেন। যার দরুন আজ আমরা শহরের ভালো মানের প্রতিষ্ঠানে গিয়েও জকিগঞ্জের মেধাবীদের খোঁজে পাই। জকিগঞ্জের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর যে কোন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.