মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার কণ্ঠের বার্ষিক মিলন মেলা আজ ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উখিয়ার ইনানীতে অবস্থিত বনবিভাগের বিশ্রামাগারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানের সাংবাদিকরা সপরিবারে অংশ নেন। এ উপলক্ষে বিকেলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি, দৈনিক রূপালী সৈকতের প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, দ্যা ডেইলি ইন্ডাস্ট্রির কক্সবাজার প্রতিনিধি ফরিদুল আলম শাহীন,
উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি,
।
কক্সবাজার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক, দৈনিক সংবাদের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অনলাইন নিউজ পোর্টালটির উপদেষ্টা সম্পাদক এবং আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন।
বক্তারা বলেন, বর্তমানে যুগের চাহিদার কথা বিবেচনা করে অফলাইনের চেয়ে অনলাইন নিউজ পোর্টালকে অধিক গুরুত্ব দিচ্ছেন পাঠকরা।
তারা বলেন, অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সে ব্যবস্থার আশু পরিবর্তন প্রয়োজন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অর্থ সম্পাদক ছৈয়দ আলমের সঞ্চালনায়
এতে উপস্থিত ছিলেন স্থানীয় এমইউপি রোজিনা আক্তার রুজি, মেরিন ড্রাইভ হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, দৈনিক হিমছড়ির বার্তা সম্পাদক হুমায়ূন শিকদার, ঈদগাঁও নিউজের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, দৈনিক মানবকণ্ঠেরে প্রতিনিধি আব্দুর রশিদ, মহেশখালীর সাংবাদিক আমিনুল হক, রামুর সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, নাইক্ষ্যংছড়ির সাংবাদিক মোহাম্মদ ইউনুস, শিক্ষানবীশ আইনজীবী ইসমাইল শাহ, কক্সবাজার কণ্ঠের নির্বাহী সম্পাদক ইসহাক হোসাইন সহ-সম্পাদক নুরুল ইসলাম জসিম উদ্দিন, স্থানীয় ইনানী বীচ ক্যাফের পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।
শেষে সেরা প্রতিবেদক ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান, রেফল ড্র ও সমুদ্র দর্শন অনুষ্ঠিত হয়।