জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী আলহেরা মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, মেয়র পত্নী ও বিশিষ্ট কবি আমেনা খানম, পিডিবি হাই স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আল-হেরা মডেল একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সফল জননীদেরকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.