সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ব্রহ্মপুত্র নদের ডানতীরে ভাঙ্গন রোধ, আট ভেন্ট রেগুলেটর নির্মাণ, বামনী খাল পূনঃখনন, বাঁধ নির্মাণ ও পুননির্মাণ প্রকল্পের সাতটি প্যাকেজে উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারের সন্নিকটে ব্রহ্মপুত্র নদের তীরে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তৈয়বুর রহমান,হাতিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শায়খুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা পার্থ সারথি প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গন রোধ(১ম সংশোধী)"ও"৬৪ জেলার অভ্যন্তরস্হ ছোট নদী,খাল এবং জলাশয় পনঃখনন প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)"শীর্ষক প্রকল্পের আওতায় ৭টি প্যাকেজের মাধ্যমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে। এ কাজে ব্যয় হবে ৪৫ কোটি ২৬ লাখ টাকা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.