নিজেকে আজ বড় অসহায়
মনে হচ্ছে !
অসম্ভব শূন্যতায় ভুগছি
আজ যেন কিসের অভাব
হৃদয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে ।
হৃদয়ের মাঝে
তুষের অনল জ্বলছে ।
যেন অন্ধকার অবরুদ্ধ নরক !
উত্তপ্ত মেঝেতে
রুদ্ধতা অনুভব করছি !
কিছুই ভাল লাগছেনা না ।
কোকিলের সূর।
নিশিতে ধান ক্ষেতে বসে
আমার বাজানো
মোহন বাঁশির সুর ।
না সেই মন ভুলানো
শিতল হাওয়া,
জানালা দিয়ে নীলাকাশে
অসংখ্য তারকারাজির মাঝে
শুকতারা কে খুঁজছি
তাই আকাশের দিকে চেয়ে থাকি ।
যেন চাতক পাখির ন্যায়
এক ফোটা জল খুঁজে বেড়াচ্ছি
কই আকাশে তেমন তারা নেই
কোথাও বৃষ্টির ছিটে ফোঁটা নেই ।
শুকতারাটিও শূন্যে মিলিয়ে ।
আজ সূর্যের দেখা নেই
দূরাকশে শুধুই মেঘের
তর্জন গর্জন শুনছি
মেঘের চারিদিকে তাকালে
শুধু মেঘেই দেখতে পাই
নীলাকাশে অসম্ভব শূন্যতা ----
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.