বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ লা মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বীমা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’র সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’র এজি এম নাছির উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিশ্চিত ভবিষ্যৎ জীবনের জন্য প্রতিটি পরিবারের সদস্যদের জীবন বীমা গঠন করা প্রয়োজন। শেখ হাসিনা সরকারের জীবন বীমা গঠনে গুরুত্ব দিয়ে আসছে। তিনি সরকারের নিবন্ধিত কোম্পানীতে সঠিক ভাবে তথ্য জেনে জীবন বীমা পলিসি গঠন করার আহবান জানান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাদিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে এক র্যালী বের করা হয়।
সভায় উপজেলায় ২১ জন বীমা গ্রাহকদের মধ্যে জীবন বীমা দাবীর ৪ লাখ ৯৮ টাকা চেক হস্থান্তর করা হয়েছে।