লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কিশোরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত।বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (প্রবাসী কল্যান ও ব্যবসা বাণিজ্য শাখা) বাবলু সুত্রধর। উক্ত বীমা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় জেলার সকল সরকারি বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। অতিথিরা বক্তব্যে বলেন বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।