মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে খাদ্য ও ঔষধ, ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি কর্মকর্তা ডাঃ নবনীতা সরকার তন্নি, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আনছার উদ্দীন,সালেহ আহমদ, শ্রমিক নেতা হাবিবুল্লাহ, কামরুজ্জামান রুমেল, আলিম উদ্দীন, কাওছার আহমদ,শামিম আহমদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন প্রাণিসম্পদে সমৃদ্ধ। দেশের প্রতিটি পরিবারে এখন পশু পালন করা হচ্ছে। এখন আর বিদেশ থেকে গরু-ছাগল আমদানি করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন দিগন্তের উন্মোচন করা হয়েছে প্রাণিসম্পদ খাতে। অন্যান্য জনগোষ্ঠীর মতো সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজনের মাঝে সরকার বিনামূল্যে বিভিন্ন সময় গরু ছাগল ও ভেড়া প্রদান করছেন। তারা যেন নিজেদেরকে দ্রুত সাবলম্বী করতে পারে সে চিন্তা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোন খাত নেই যেখানে উন্নয়ন হয়নি। প্রতিটি খাত সমান গতিতে এগিয়ে চলেছে।আজকে আমরা খাদ্য ও ঔষধ এবং ঘাসের কাটিং বিতরণ করেছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.