মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিস ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল্যাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া
উপজেলা শিক্ষা কর্মকতা আমজাদ হোসেন,কৃষি কর্মকতা এইচ এম শামীম, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল্যাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া,উপজেলা শিক্ষা কর্মকতা আমজাদ হোসেন,কৃষি কর্মকতা এইচ এম শামীম,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ।