রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ ৩ মার্চ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ৯১ ভোট পেয়ে শ্রী অসীম কুমার সাহা বানী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিন্দন্দ্বী অপর সভাপতি প্রার্থী শ্রী বিজয় কুমার ঘোষ পেয়েছেন ৬১ ভোট। এছাড়া, সাধারন সম্পাদক পদে শ্রী বাসুদেব দত্ত ৯১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিন্দন্দ্বী সাধারন সম্পাদক প্রার্থী সেতু সেন পেয়েছেন ৬১ ভোট। ২টি ভোট নষ্ট হয়েছে।
শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা৷
এদিন বেলা সাড়ে ১১ টায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক অঙ্কুর জিৎ সাহা নব। এতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, কেন্দ্রীয় সদস্য হিরক গুণ, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন সান্যাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল কুন্ডু, মুস্তাক আহমেদ, ইউএনও সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক ও ‘বাংলা খবর বিডি ডটকম’র প্রকাশক মানিক সরকার প্রমূখ।
দুই পর্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনের ১ম পর্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, মঙ্গল দীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পূর্বের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২য় অধিবেশনে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানুর পরিচালনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সবশেষে, নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক অঙ্কুর জিৎ সাহা নব।
এদিকে, দীর্ঘদিন পরে ভোটের মাধ্যমে সনাতনীরা তাদের নেতা নির্বাচন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা কমিটির ৪১টি, পৌর কমিটির ১১টি ও ১১ টি ইউনিয়ন কমিটির ১০ টি করে মোট ১শ’ ১০ টি ভোটারসহ মোট ভোটার সংখ্যা ছিলো ১শ’ ৬২ টি। তন্মদ্ধে ১শ’ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.