এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব না।বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের মত প্রকাশ,সামর্থ উন্নীতকরণসহ অর্থনৈতিক প্রাপ্তি বৃদ্ধিকরণ করছে সরকার।
শনিবার (৪ মার্চ) সকাল ১১টা গাইবান্ধা যুব নারী উন্নয়ন সংস্থার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ গিনি বলেন, দেশের সংবিধানে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথা বলেনি। বলিষ্ঠভাবে নারী-পুরুষের সমতাও সমুন্নত করেছে। আর দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্ট ঘোচানোর জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন।
স্থানীয় ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, সংস্থাটির সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, মোরশেদা বেগম, ছকু মিয়া, মনির হোসেন প্রমুখ।
গাইবান্ধা যুব নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মসামাজিক উন্নয়নের লক্ষে এই সংস্থার যাত্রা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.