কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের দুর্গম ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শিশুদের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিক বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর উচ বিদ্যালয়ে গতকাল দিনব্যাপি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন। পুরস্কর বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
প্রথম বারের মতো চরাঞ্চলে এমন আয়োজনের মধ্যে ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়াও চরের মানুষের জীবনযাত্রা নিয়ে ইউসুফ আলমগীরের নির্মিত গীতিনাট্য ‘চরের জীবন’ও প্রদর্শন করে চরের শিশুরা। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতক অনুষ্ঠান। এতে চরের শিশুরা ছাড়াও স্থানীয় ও অতিথি শিল্পীগণ অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.