এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, উন্নত বিশ্বের মত নিজের দেশকে গড়তে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অনুসরণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে। তিনি বলেন, এই সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে লেখাপড়ার উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে।
তিনি আজ রোববার গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশে এ কথা বলেন। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, বিদ্যালয়ের সভাপতি ও শহর আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক রুবেল, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আকরামুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, স্থানীয় আওয়ামীলীগসহ নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি হুইপ পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.