বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল-এ উপজেলা পরিষদ ও প্রশাসন, আওয়ামীলীগ,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তপক অর্পন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক হানিফ মোহাম্মদ এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে,বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পদক হাসিনুল হক হুসনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, উপজেলা স্বোচ্ছাসেবকলীগ সভাপতি মনজুর এলাহী সম্রাট। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ১০ জন জঠিল রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.