স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসুচির আলোকে খুলনার দাকোপ উপজো আওয়ামীলীগের ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে।
নিয়মে জাতীয় পতাকা উত্তালন করা হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করার লক্ষে উপজেলা আওয়ামীগ কার্যালয়ে বিকাল সাড়ে চারটার দিকে এক আলোচনা সভা অনুষ্ছিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্কৃিতাকরেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির অন্যতম সদস্য
এ্যাঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি এসময় তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএবং সকল মুত্তিযুদ্ধের সকল শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেনবঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ মার্চের ভাষন সম্পর্কে তিনি বলেন এভাষন শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাবে।বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষন হিসাবে স্বীকৃত ৭ মার্চের ভাষণ
টির অন্তনিহিত তাৎপর্য অনুধাবন করেই ইউনেস্কো ২০১৭ সালে এ ভাষন কে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (world Documentary Heirtage)হিসাবে ‘মেমোররি অবদ্যা ওয়ার্ল্ড ইন্টার ন্যাশনাল রেজিস্টার এ অন্তভুক্ত করেছে বলেও ঝণা উল্লেখ করেন।
দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত
মান্যবর অতিথি হিসাবে বক্তৃব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও খুলনাজেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ চেয়ারম্যান
উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, আব্দুল কাদের,এবিএম রুহুল আমিন, চেয়ারম্যান মিহির মন্ডল, চেয়ারম্যান পন্চানন মন্ডল,সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম রেজা,কুমারেশ মন্ডল,যুবলীগনেতা রবার্ট হালদার,যুবলীগ নেতা রতন কুমার মন্ডল,
,প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল,যুবলীগ নেতা আবদুল্লাহ আলমাসুম,সহ আওয়ামী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।