কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে ট্রাক্টর চালক আরিফ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে কিশামত মালতিবাড়ী নামকস্থানে একটি পুকুরে ভাসমান অবস্হায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে একটি পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত যুবক উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শিববাড়ী পাখিমারিরটারী এলাকার আফতাফ খলিফার ছেলে।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা দূর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে ।
এ কারনে লাশের দূর্গন্ধ ছড়িয়েছে। এদিকে মরদেহ পুকুরে ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ তা দেখার জন্য সেখানে ভিড় করতে থাকেন।
এলাকাবাসী মেহেদী হাসান, সিরাজুল ইসলাম ও জুয়েল রানাসহ অনেকে জানান, দুইদিন পূর্বে (রোববার) সকালে শিববাড়ী বাজারে আরিফ হোসেনের সাথে তাদের দেখা হয়েছিল। ওই দিনের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আরিফ পেশায় ট্রাক্টর চালক ছিলেন। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নির্ণয় করা যাবে।
এদিকে ট্রাক্টর চালক এক যুবকের লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ যুকবকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যায় উলিপুর উপজেলার কুড়িগ্রাম চিলমারী সড়কের পাশে কিশামত মালতিবাড়ী গ্রামের একটি পুকুর থেকে ট্রাক্টর চালক আরিফুল ইসলাম (৩৫)এর লাশ উদ্ধার করে।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি- সার্কেল মহিবুল ইসলাম,উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান তাৎক্ষণিকভাবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা শুরু করে।এরপর মঙ্গলবার রাতেই নিহত ট্রাক্টর চালকের পরিবারের দেয়া তথ্য ও প্রযুক্তির সহোয়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে পৌরসভার হায়াৎখা গ্রামের আব্দুল্লাহ’র ছেলে আসাদুল হক (৪০), পূর্ব শিববাড়ী গ্রামের বদিউজ্জামানের ছেলে নয়ন মিয়া (২৪), কিশামত মালতিবাড়ী গ্রামের নুরল মাষ্টারের ছেলে ওবায়দুর রহমান মিল্টন (৪৫) মৃত আব্দুল হামিদের ছেলে শাহিন আলম বাবু ওরফে বুলেট বাবু (৪২) কে গ্রেফতার করে।জানা গেছে আরিফুল পৌরসভার পাখিমারির টারী গ্রামে তার নানার বাড়িতে থেকে মা সহ ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতো।স্বজনরা জানায় গত ৩ দিন আগে সে বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।
এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার বিকেলে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.