স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন, এ প্রতিপাদ্যেকে সামনে রেখে দাকোপ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র্যালি বের হয়ে বিশেষ বিশেস সড়ক পদিক্ণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃিতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস, এ্রাডঃগ্লোরিয়া সরকার ঝণা সরকার এমপি।এসময় তিনি বলেন নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ নারী দিবস পালন করে আসছে।১৯৭৫ সাল থেকে জাতিসং দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে।নারীরা এখন ব্যাবসা-বানিজ্য রাজনীতি, বিচার বিভাগ,প্রশাসন,কুটনীতি,সশস্ত্র বাহিনী,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,শান্তিরক্ষা মিশন সহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশ গ্রহনের মাধ্যমে দেশ ক্রমনয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।আন্তর্জাতিক অঙ্গনে নারীরা দেশের জন্য সাফল্য নিয়ে এসেছেন।ঝর্ণা আরও বলেন স্বাধীনতার ৫০ বছর বাংলাদেশের অন্যতম অর্জণ হচ্ছে লিঙ্গবৈষম্য
কমিয়ে নারীর ক্ষমতায়নে পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যলাভ।এরই ধারাবাহিকতায় এদেশের উন্নয়নের ধারাকে টেকসই
করার লক্ষে আমাদের সরকার তৃনমুল পর্যায় থেকে
নারীর খাদ্য, নিরাপত্তা, স্বাস্হ্য ও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে বক্তৃিতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলীখান সহকারী কমিশনার(ভুমিপাপিয়া সুলতানা,,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,অধ্যক্ষ অসিম কুমার থান্দার পুলিশের উপ-পরির্শক শুশান্ত কুমার পাল,দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভুইয়া সহ আরো অনেকে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবসে গ্লোরিয়া সরকার ঝণা এমপিকে খুলনা বিভাগের পক্ষ থেকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস জয়িতা পুরস্কার, সম্মাননা পদক ক্রেস্ট ও সনদ তুলেদেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.