মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার ঈদগাঁওতে পর্যটন বিকাশে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ সেমিনারে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ, প্রধান বক্তা ছিলেন বিমসটেক প্রাক্তন উপদেষ্টা , কথা সাহিত্যিক ,কবি মুজতবা আহমেদ মুরশেদ, প্রধান আলোচক ছিলেন ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি -লেখক-সম্পাদক ড. গোলাম মোস্তফা,স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত। এসময় আরো বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ বিল্লাহ্ ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষা্টার নুরুল আজিম, কবি মানিক বৈরাগি,ঈদগাঁও প্রেস ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ শেফাইল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি)সহ অনুষ্ঠানে শিক্ষক -শিক্ষার্থী,মূক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ ,এদেরকে পর্যটন বিকাশে কাজ করতে হবে। আমাদের কক্সবাজার বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্পের বিকাশে আমাদের সবাইকে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.