আইরিন সাজিয়া,মনফালকনে প্রতিনিধি,ইতালিঃ গত ৮ মার্চ নারী দিবস উপলক্ষে মনফালকনে ইটালিয় সংগঠন A.M.I. এর উদ্যোগে স্থানীয় পিয়াসসা ফালকনে বর্সেলিনোতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন A.M.I. এর প্রেসিডেন্ট আরটুরো বেরতলি, আরো ছিলেন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব ব্রুনা, লুসিয়ানাসহ অনেক ইটালিয়ান অনেক নারী শিশু। সেই সাথে উপস্থিত ছিল মনফালকনে বসবাসরত বাংলাদেশি অনেক নারী ও মেয়েরা। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশী ও ইটালিয়ানদের সম্মিলিত বাংলা গান পরিবেশনা, বাংলাদেশী শিল্পী ছিলেন নাজনীন সুলতানা। ইটালিয় বক্তব্য ও গানের বাংলা ও ইংরেজি অনুবাদ করেন খাদিজা খাতুন। ঐ অনুষ্ঠানে ইটালিয়দের বাংলাদেশী নারী ও বাংলা ভাষার প্রতি সম্মান দেখানোর জন্য উপস্থিত সকল বাঙালিরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.