হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ মার্চ মেহেরপুর জেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে সমগ্র ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে। আছে চাপা উত্তেজনাও। এবার চেয়ারম্যান পদে তিনজন, মেম্বার পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মাহিদ মীর প্রচারের দিকে সবদিক থেকেই এগিয়ে হয়েছে।
সোমবার (১২ মার্চ ) সারাদিন আমদহ ইউনিয়নে তার নিজ নির্বাচনী এলাকা ৩ নং ওয়ার্ডে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এসময় মিরাজ,লিটন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সরেজমিনে ভোটার ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে ৩ নং ওয়ার্ডে মাহিদ মীরের (মোরগ মার্কা) প্রচার প্রচারণায় অনেক ভালো। সকলের মুখে মুখে তার কথা। তবে দীর্ঘ ১৪বছর পর আমদহ ইউনিয়নে ভোট হচ্ছে তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী সকলেই চায় শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.