রনি মিয়া,স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে ইছগাঁও নামক স্থানে স্টিল ব্রিজের পাঠাতন ভেঙে প্রায় বার ঘন্টা সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকে।
রবিবার সকাল থেকে কাজ করে বিকাল থেকে কিছুটা যানচলাচল স্বাভাবিক হয়েছে। এতে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী-জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে মাল ভর্তি একটি ট্রাক ব্রিজে উঠলে একাংশের স্টিলের পাটাতন ভেঙে নরজুল নদীতে পড়ে যায়।
এতে ঢাকা- জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যে কারণে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। রাত থেকে মটরসাইকেল সহ হালকা যানবাহন চলাচল করলেও পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় মাল নিয়ে আটকে থাকে প্রায় বিশ থেকে ত্রিশটি মালবাহী ট্রাক।
রবিবার সকাল সুনামগঞ্জের সড়ক ও জনপদ অধিদপ্তরের জনবল কাজ করে স্বল্প আকারে গাড়ী চালাচল করে সন্ধার সময় বড় গাড়ী গুলো চলাচল করে।
এর আগে গত ২৯ মে চাল ভর্তি আরেকটি ট্রাক নিয়ে এ ব্রিজের পাটাতন ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। এভাবে কয়েকবার ব্রিজের পাটাতন ভেঙ্গে যানচলাচল বন্ধ ছিল।
এ রোডে চলাচলকারী জনসাধারন জানান, নতুন সেতু না হলে আমাদের চলাচল স্বাভাবিক হবে না।
এখানে নতুন করে পাকা সেতু নির্মাণ করে দেওয়া হউক।
ঝুঁকিপূর্ণ এ পুরাতন স্টিল ব্রিজকে জোড়াতালি দিয়ে কোন রকমে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হচ্ছে আর কত দিন এভাবে চলবো। বারবার পাটাতন ভেঙে যাওয়ার ঘটনায় আমাদের মনে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘনার আশঙ্কা রয়েছে।
চলাচলকারী ড্রাইভাররা জানান, এখানে ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় মাঝে মধ্যে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জে সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকে।
জগন্নাথপুর থেকে ছেড়ে গাড়ি ব্রিজের এপাশ পর্যন্ত যায়। এরপর পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে ওপাশ থেকে আবার অন্য গাড়ি সুনামগঞ্জ যায়।
এভাবে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা লাগে। তবে যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের ভিতরে নতুন সেতু করে দেওয়া দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ব্রিজের ভেঙে যাওয়া অংশে দ্রুত সময়ের ভিতরে কাজ শেষ করে দেওয়া হয়েছে।
আজ বিকাল থেকে ভারি যানবাহন চলাচল করতেছে। এই ব্রিজের পাশে আরেকটি সেতু করার প্রস্তাব দেওয়া হয়েছে। বন্যার জন্য কাজটি পিচনে চলে যায়।
আশাকরি আগামী জুনের মধ্যে প্রস্তাবটি পাশ হবে। এখন সমস্যা হওয়া সাথে সাথে আমরা কাজ করে দিচ্ছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.