আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বরিশাল শহরের স্বনামধন্য দুই কোচিং এর প্রীতি ক্রিকেট ম্যাচে বিসিএস অদিতি কোচিং ২ রানে জয়ী হয়েছে। খেলায় পরাজিত কোচিং হচ্ছে মিজান'স কেয়ার। আজ নগরীর সরকারি বিএম কলেজ মাঠে দুপুর ৩ টায় ম্যাচটি শুরু হয়।
মাঠে বিসিএস অদিতি কোচিং এর পরিচালক মোঃ তারেক হাসান অধিনায়ক এবং সহকারী পরিচালক এনামুল আকন সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন। অন্যদিকে মিজান’স কেয়ার এর পরিচালক মিজানুর রহমান তার দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
জয়ী দলের অধিনায়ক অদিতি কোচিং এর পরিচালক তারেক হাসান বলেন, জব প্রত্যাশি ভাই বোনদের কাছে বিসিএস অদিতি কোচিং একটি আস্থার নাম। আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের নিয়ে মাঝে মাঝেই এ ধরনের আয়োজন করে থাকি। বরিশালে বিসিএস অদিতি জব কোচিং নাম্বার ওয়ান প্রতিষ্ঠান। খেলায় আমাদের শিক্ষার্থীরা যোগ্য দল হিসাবেই জয়লাভ করেছে।
সহ অধিনায়ক এনামুল আকন বলেন আমাদের বেশীরভার খেলোয়াড় বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ভিত্তিক খেলায় অংশগ্রহণ করে থাকে এবং দল নির্বাচনে আমরা অনেক সতর্ক ছিলাম তাই দিনশেষে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি। আমাদের প্রত্যাশা শিক্ষার্থীরা খেলার মাঠের মতই বিসিএস সহ সকল চাকরির প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে অদিতি কোচিং ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। মিজান'স কেয়ার ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ১৬ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ করলে তারা ২ রানে পরাজিত হয়। ম্যাচে ২১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিসিএস অদিতির খেলোয়ার বিশ্বগোপাল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.