হেলাল হোসেন কবিরঃ প্রাইমারি শিক্ষার মান উন্নয়নের জন্য লালমনিরহাটে “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) পূর্ব সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল, রিজওয়ানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেখানে উপস্থিত শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিভামূলক আয়োজনের ব্যবস্থা ছিলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.