স্টাফ রিপোর্টার, রেজুওয়ানুল ইসলাম রনিঃ ১৪২৯ বঙ্গাব্দের চৈত্র মাসের প্রথম দিনে খরতাপে পোড়ার পরিবর্তে সামান্য বৃষ্টি পেয়েছে রাজধানীবাসী। সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টিতে সিক্ত হয় ঢাকা। ওই সময় আকাশের হুংকারও শোনা যায়।
বুধবার (১৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের ওপর দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.