মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে নিরাপদ জ্বালানী ভোক্তাবান্ধব পৃথিবী এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫-মার্চ) সকাল ১১ টায় বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পসারিত হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা পরিসংখ্যান কর্মকতা ননী গোপালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সোহেল হোসেন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন জরুরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার।ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রী এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে।পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকা আবশ্যক।মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।
তারা আরও বলেন,ভোক্তার অধিকার সুরক্ষায় ‘ভোক্তা বাতায়ন’ হটলাইন সার্ভিস চালু করতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.