রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ ১৬ই মার্চ রোজ বৃহম্পতিবার সকাল ১০:ঘটিকায় সোনারগাঁ পৌরসভার ৫৯নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এর শুড উদ্ধোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, সেই নেতার ১০৩ তম জন্ম দিনে উপলক্ষে ঐ দিন সোনারগাঁয়ের প্রতিটি স্কুল,মসজিদ ও মাদ্রাসা গুলোতে সকাল বেলা কোরআন খতম করে তারপর কেক কেটে দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন।এবং বঙ্গবন্ধুর পরিবার সহ বীর মুক্তিযোদ্বা যারা বেঁচে আছেন তাদের সকলের জন্য সুখ-শান্তি কামনায় দোয়া করার আহবান জানিয়েছেন।
এ সময় অত্র বিদ্যালয়ের গর্ভানিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও সুমন এর সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিয়া নীট গার্মেন্টস এর চেয়ারম্যান সি আই পি ফেরদৌস আহমেদ মামুন ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশনের গর্ভানিং বডির সভাপতি ফারুক হোসেন ভূইয়া, সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার দৌলতুর রহমান, সদ্য সাবেক মহিলা কাউন্সলর জাহেদা আক্তার মনি, পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ছগির আহমেদ,, সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশনের প্রিন্সিপাল মোঃ সুলতান আহমেদ, পৌরসভার জাতীয় পার্টীর সভাপতি এম এ জামান, সাংবাদিক মোঃ মাহফুজ ভূইয়া, সোনারগাঁ পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর মোঃ রিপন, পৌরসভার জাতীয় পার্টীর সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি,বিশিষ্ট সমাজ সেবক গরীবে নেওয়াজ, ৫৯নং গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রোজিনা বেগম ও অত্র স্কুলের বিভিন্ন অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.