রুহুল আমিন,পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, আলোচনা সভা, শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, দোয়া এবং প্রার্থনা।
দিবসটি উপলক্ষে (শুক্রবার ) ১৭মার্চ সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড.মো.ফয়সল কবির ও জাতীয় দিবস উদযাপন কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক প্রফেসর ড. রিপন চন্দ্র পাল
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পবিপ্রবির এএনএসভিএম অনুষদের ডিন,জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, প্রভোস্ট,সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টর , শিক্ষকবৃন্দ,বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর ডা.মোস্তাফিজুর রহমান রানা।
পরে বঙ্গবন্ধু স্কয়ারেরপাদদেশ থেকে আনন্দ র্যালি বের করা হয়।
অনুষদীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয় ডিন বলেন,
স্বাধীনতার এই পঞ্চাশ বছরের বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার গড়ার দিকে।
বঙ্গবন্ধুর জন্মে ছিলেন বলেই আমরা স্বাধীন বাংলা পেয়েছি।
আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা নির্মিত হচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।
পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.