সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
১৮ই, মার্চ শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান নাইন কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেব নাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,
এসময় উপস্হিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, আঃলীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব,জাপা নেতা জাহাঙ্গীর আলম ও ঠিকাদার আবু তাহের প্রমুখ। বিভিন্ন গ্রাম থেকে আগত প্রান্তিক কৃষক কৃষানী এবং কৃষি অধিদপ্তরের বিভিন্ন পদস্হ কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, খরিপ মৌসুমে উফশী ধান বীজ ৬২০০ জন কৃষক ও
পাট বীজ ১২০০ শত কৃষক কে বিনামূল্যে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.