মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলার স্বনামধন্য বিদ্যাপী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চলতি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী মুখ মোঃ আলী।
প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাহমুদুল করিম মাদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ডাঃ সাদ্দাম হোসেন, প্রথম আলোর প্রিয় শিক্ষক সম্মাননা প্রাপ্ত ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী ছাত্র মাস্টার নুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন ব্যাংক ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ আবু মুসা।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের শিক্ষক দেলাওয়ার হোসাইন সাঈদী।
অনুষ্ঠানে অধ্যয়নরত ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য ও মানপত্র পাঠ করা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আব্দুর রহিম, সাবেক শিক্ষক জামাল উদ্দিন ও ইউনিয়ন ব্যাংক ঈদগাঁও শাখার দ্বিতীয় কর্মকর্তা ফোরকান আহমদ।
এতে আগত অতিথি এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
মনসজ্জা ও উপস্থাপনা প্যানেলে ছিলেন শিক্ষক মোঃ রেজাউল করিম, হাবিব উল্লাহ ও মোজাম্মেল হক।
বক্তারা তাদের ছাত্র জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তারা।
বক্তারা যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় শিক্ষার্থীদের নিয়োজিত হবার আহ্বান জানান।
অনুষ্ঠানে কর্মরত শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা, ২৩৭ জন বিদায়ী শিক্ষার্থী ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শেষ অধিবেশনে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.