মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২২ মার্চ বুধবার আরডিআরএস’র ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের আয়োজনে ও উন্নয়ন সংস্থা আরডিআরএস’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দা:) জিন্নাতারা ইয়াছমিন, আরডিআরএস রংপুর ডিভিশনাল ম্যানেজার মেজবাহুন নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান খান, ডিবি’র অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, আরডিআরএস সিইএমবি প্রজেক্টের জেলা সমন্বয়কারী ঝর্না বেগম প্রমূখ। কর্মশালায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ সিভিল সোসাইটি সংগঠন যুব ও শিশু-কিশোরী নেটওয়ার্কের সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.