এ. এইচ. রিপন,ভোলা জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার(২২মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একত্রে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
ভোলার লালমোহনে ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার মাথা গোঁজার সম্বল নিজ ঘর ঘরের দলিল। উদ্বোধন উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আওয়ামীলগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, উপকারভোগীসহ অরো অনেকে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ৯৭ জন, কালমা ২৪ জন, পশ্চিম চর উমেদ ৪১ জন ও পৌরসভা ১৮ জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন এমপি শাওন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.