এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সার্বজনিন রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে গতকাল বুধবার বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেল গেইট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাম জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী সভাপতিত্বে শহরের ১নং রেলগেইট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, জ্বালানী তেল, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গ্রামে-গঞ্জে মানুষের মধ্যে হাহাকার উঠেছে। তারা অবিলম্বে সার্বজনিন রেশনিং ব্যবস্থা চালুর দাবি করেন। সেইসাথে আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ তদারিকী সরকারের অধীনে নির্বাচনেরও দাবি করেন তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.