মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলার কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনিকে ধরিতে দিতে পুরস্কার ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
গোল্ড মনির আনুমানিক বয়স ৪৭ বছর। তার পিতার নাম – শেখ মোশারফ হোসেন, ঠিকানা – দক্ষিণ কাটিয়া, থানা ও জেলা সাতক্ষীরা।
কলারোয়া থানা সূত্রে জানানো হয়, গত ৬ মার্চ ২০২৩ খ্রি. আনুমানিক রাত ০১:৩০ টায় কলারোয়া থানার সাতক্ষীরা-যশোর হাইওয়ে রাস্তার উপর পুলিশ চেকপোস্ট ডিউটিকালীন ইলিশপুর গ্রামের কোটার মোড়ে সাতক্ষীরা-যশোর হাইওয়ে পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থল ঘেরাও করলে ডাকাত দলের অস্ত্রধারী ডাকাত শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনি পুলিশের দিকে গুলি বর্ষণ করতে করতে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তার সহযোগী ৬ ডাকাতকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি ৯এমএম পিস্তল,২ রাউন্ড গুলি, ২টি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর – ঢাকা মেট্রো গ-১৩-৪১৩২, ঢাকা মেট্রো খ-১২-৭৭৪৬) জব্দ করা হয়।
শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনি’র বিরুদ্ধে কলারোয়া থানায় ওইদিন ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
থানা সূত্রে আরো জানানো হয়, শেখ শফিউল্লাহ ওরফে মনিরুল ওরফে গোল্ড মনির বিষয়ে তথ্য বা ধরিয়ে দিতে পারলে উত্তম পুরস্কার প্রদান করা হবে।
মনিকে ধরতে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জেলা পুলিশের ফেসবুকে পেজে পোস্ট দিয়েছেন। সেই ডাকাতের সন্ধান পেলে প্রয়োজনে কলারোয়া থানার ফোন নাম্বার ০১৩২০-১৪২১৪৪, ০১৩২০-১৪২২০৫, ০১৩২০-১৪৩০৯৮ তে কল করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.