মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে আজ।
রোববার (২৬শে মার্চ) সকাল ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার হৃদয়ে স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে একাত্তরের বীর শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার।
এরপর একে একে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও অন্যান্য সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন এবং মুক্তিযোদ্ধাদের মাধ্যমে হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।