রুহুল আমিন,পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালি, আলোচনা সভা, ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, দোয়া এবং প্রার্থনা।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬মার্চ) সকাল ৯.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন এএনএসভিএম অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড.মো:খোন্দকার জাহাঙ্গীর আলম ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. ননী গোপাল সাহা।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান পবিপ্রবির এএনএসভিএম অনুষদের ডিন,জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, প্রভোস্ট,সহকারী প্রভোস্ট, সহকারী প্রক্টর , শিক্ষকবৃন্দ,বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
পরে শহিদ মিনারের পাদদেশ থেকে আনন্দ র্যালি বের করা হয়।
অনুষদীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয় ভারপ্রাপ্ত ডিন বলেন,
স্বাধীনতার এই পঞ্চাশ বছরের বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার গড়ার দিকে।
আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা নির্মিত হচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,সহকারী প্রক্টর ডা. মো.মোস্তাফিজুর রহমান।