মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত ও আকাশে বেলুন-ফেস্টুন উড্ডয়ন করেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির,জেলা প্রশাসক,সাতক্ষীরা এবং জনাব কাজী মনিরুজ্জামান,পুলিশ সুপার, সাতক্ষীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব এ্যাডঃমুস্তফা লুতফুল্লাহ,মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-১, জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা,বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্যারেড অধিনায়ক পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব আব্দুল হক হাওলাদার এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী ও বিএনসিসি প্যারেডে অংশগ্রহন করে। এসময় মাননীয় পুলিশ সুপার,সাতক্ষীরা ও মাননীয় জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয় সালামি গ্রহন করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.