হাবিবুর রহমান হাবীব,ষ্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সকাল ১১ টায়স সময় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে আগত যুদ্ধাহত অসচ্ছলসহ সকল বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গাদের সংবর্ধনাসহ সম্মানী প্রদান করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস,সমাজ সেবা অফিসার তোফাজ্জল হক,কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার,উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী,আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাবেক কমান্ডার আছের উদ্দিন, ডেপুটি কমাণ্ডার নাসের উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ।
এরপর দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানানো হয় ও
সকল শহীদদের প্রতি সম্মান রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ইউএনও রোকসানা মিতা’র সভাপতিত্বে ও সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায়,
শুরুতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাবেক কমান্ডার আছের উদ্দিন, ডেপুটি কমাণ্ডার নাসের উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে প্রদান করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর।
এসময় অতিথিরা বলেন, হঠাৎ করে নয় বরং বঙ্গবন্ধুর দীর্ঘ সাধনা, পরিকল্পনা ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
দেশ স্বাধীন হলেও শত্রু মুক্ত হয়নি। এ দেশে এখনো পাকিস্তানি দোষরা ঘাপটি মেরে রয়েছে। আগামি নির্বাচনের আগে তারা আস্তে আস্তে সংক্রিয় হচ্ছে। তাদের লক্ষ দেশের সকল অর্জন নষ্ট করা। বাংলাদেশের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে বীর মুক্তিযোদ্ধারা আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে ঝাঁপিয়ে পড়বে। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তারাই বার বার স্বাধীনতার মাসকে কলঙ্কিত করতে চায়।মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে সব অপশক্তি রুখে দিবে আওয়ামী লীগ।