কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান শনিবার (১ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী ৪ছেলে ৭মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার সকাল ১১ টায় স্থানীয় পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি তৎকালীন অবিভক্ত ছাতক-কোম্পানীগঞ্জের বিশাল এলাকা নিয়ে গঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সহসভাপতির দায়িত্ব ছিলেন। এছাড়াও এলাকাশ সালিশ বিচারের জন্য তিনি বেশ পরিচিত ছিলেন।
এদিকে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এক নজর দেখার জন্য ছুটে যান বাড়িতে। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান এক শোক বার্তায় বলেন, মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যান তিনি ছিলেন ন্যায়ের বাতিঘর। আপাদমস্তক একজন সৎ ও ভালো মানুষের যাবতীয় গূণাবলি আমরা দেখেছি তার মধ্যে। ছিলেন বিশ্বস্ত আমানতদার। ছিলেন সুশিক্ষিত। এলাকার শিক্ষা এবং ন্যায়ের প্রসারে তিনি ছিলেন আজীবনের নিবেদিতপ্রাণ।ছিলেন জননেতা।একজন অনাড়ম্বর সাদামনের মানুষ হিসাবে তার পরিচিতি ছিল সার্বজনীন। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.