মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ কাশিমপুর থানা পুলিশ কর্তৃক অবৈধ বিদেশী পিস্তল ও মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ ০১ জন গ্রেফতার।
উদ্ধার (০১ টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০১টি একটি চাইনিজ কুড়াল, ০৬ বোতল ফেন্সিডিল)
গত ০১/০৪/২০২৩ ইং তারিখ রোজ শনিবার আনুমানিক ১৬.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় সাকিনস্থ মোঃ জাহিদুল ইসলাম এর বসতবাড়ীতে কাশিমপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ধৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩০) এর দেহ তল্লাশীকালে তার কোমরের ডান পাশে গোঁজা অবস্থায় “(ক) একটি লোহার তৈরি বিদেশী পিস্তল ও পিস্তলের সাথে যুক্ত একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের দুই পার্শ্বে গ্রিপ প্যানেল প্লাস্টিকের তৈরী এবং পিস্তলের স্লাইডের বাম পাশে ইংরেজীতে AUTOMATIC PISTAL, MADE IN USA সহ অস্পষ্ট ইংরেজী অক্ষরে অন্যান্য লেখা রয়েছে। আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তাকে সঙ্গে নিয়ে তার বসত কক্ষে তল্লাশী পরিচালনা কালে তার বসত কক্ষের খাটের নিচ হতে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর ভর্তি আলামত (খ) একটি ম্যাগাজিন যা লম্বা ৩.৭ ইঞ্চি, (গ) একটি লোহা ও স্টিলের তৈরী চাইনিজ কুড়াল যাহা লম্বা ১০.৫ ইঞ্চি, যার অগ্রভাগ ধারালো, (ঘ) একটি প্লাস্টিকের তৈরী বাজারের ব্যাগের ভিতর ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ০৬ বোতল ফেন্সিডিল, যার প্রত্যেকটি প্লাস্টিকের তৈরী বোতল, কর্ক ইনটেক্ট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ফেন্সিডিল কার নিকট হতে সংগ্রহ করেছে জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং মাদক সংক্রান্তে পলাতক আসামী ১) মোঃ আজিজ মোল্লা (৪০), পিতা-মৃত লাবিব মোল্লা লাবু, মাতা-মোসাঃ হোসনেয়ারা বেগম, সাং-বারেন্ডা দক্ষিনপাড়া, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর এর নিকট হতে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করছে বলে জানায়।
অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে কাশিমপুর থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২৩ ইং, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(অ)/(ঋ) এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে উক্ত ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে কাশিমপুর থানার মামলা নং-০৪, তারিখ-০২/০৪/২০২৩ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৪(খ)/৪১ রেকর্ড করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.