মো. সাজ উদ্দিন,সিলেটঃ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৪ এপ্রিল (মঙ্গলবার) রাত ০৩:৪৫ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামে জৈন্তাপুর বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে রাতের অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়। অতঃপর টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় শাড়ীর আনুমানিক মূল্য ৬৭,৬৯,০০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কমাণ্ডিং অফিসার (সিও) মো. আসাদুন্নবী জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী স্থানীয় শুল্ক অফিসে জমা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.