কুড়িগ্রাম প্রতিনিধিঃ যে কোন দূর্যোগ মোকাবিলায় পুলিশ সর্বাগ্রে রেসপন্স করে, এগিয়ে আসে। অব্যাহত সেই প্রচেষ্টার অংশ অধিকতর শানিত করতে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশ ও ফায়ারসার্ভিসের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশি দ্বায়িত্ব পালনে অথবা যেকোন সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে প্রাথমিক পর্যায়ে পুলিশ সদস্যদের করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সদস্যরা হাতে- কলমে অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল অনুশীলন করেন। যে কোন আগুন বা পানির দুর্যোগে হাতে হাত কাধে কাধ রেখে নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষার অভিপ্রায়ে দৃঢ় প্রতিজ্ঞ হয় কুড়িগ্রামের পুলিশ ও ফায়ার সার্ভিস।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর উপস্থিতে উক্ত অগ্নিনির্বাপণ মহড়ায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শরীফুল ইসলাম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ একেএম লিয়াকত আলী, ডিবি ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই প্রশাসন মোঃ মোস্তাফিজুর রহমান, আরআই পুলিশ লাইন্স মোঃ জহুরুল হক সহ জেলা পুলিশ ও ফায়ারসার্ভিসের অন্যন্য সদস্যবৃন্দ।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, যে কোন দুর্যোগে নাগরিক জীবন ও সম্পদ রক্ষায় আপনার নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.