মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে তিন জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিন বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।
আটক ব্যক্তিরা হলেন– মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)।
কর্নেল সাইফুল জানান, অস্ত্র ব্যবসায়ীরা মহেশখালী থেকে সিএনজি অটোরিকশায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করে। সংবাদ পেয়ে চকরিয়ার বড় ভেওলা লালব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুকসহ চারটি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির নগদ এক লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১৫ অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছে। এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রি করে আসছে।
উদ্ধার অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.