আজিম আলী,ঝিনাইদহঃ ঝিনাইদহে জেলা শহরের প্রাণকেন্দ্রে পায়রা চত্বরে ১০ টাকার ইফতার বিক্রি করে সাড়া ফেলেছে একদল যুবক যুবতী ।প্রতিদিন বিকাল ৫ টা থেকে ১০ থেকে ১৫ জন মানুষ শহরের আপামর মানুষের কাছে এই ১০ টাকার ইফতার বিক্রি করছে।
তারা সবাই রাইজিং ইয়োথ সোসাইটির সদস্য।সংগঠনটি ২০২০ সালের ৬ই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাকালীন ৩৫ জন সদস্য ছিল সংগঠনটিতে। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি এখন ৫০ জনে উপনীত হয়েছে।ঝিনাইদহ শহর বাদেও গ্রাম গঞ্জে নানান সামাজিক কার্যক্রম করে থাকে রাইজিং ইয়োথ সোসাইটি।সমাজের বৃত্তবানদের সহযোগিতা ছাড়াও সকল সদস্যদের চাঁদায় সংগঠনটি পরিচালিত হয়।
সংগঠনটির আহ্বায়ক মোঃ হিমেল বিশ্বাস জানান,"আমরা আমাদের সংগঠনকে শুধু ঝিনাইদহ না সারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।আমাদের সবার সুবিধাজনক প্রচেষ্টার ফলেই এই সুন্দর আয়োজন করতে পারি"।শহরের কিছু মানুষের কাছ থেকে এই ১০ টাকার ইফতার কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।অনেকেই বলেছে এই ধরনের ইফতার খুব ভালো মানের এবং আমাদের বাড়তি অর্থ খরচ থেকে রক্ষা করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জোয়ার্দার জানান,তরুণেরাই শক্তি তরুণেরাই বল তরুণেরাই করবে সমাজকে সচল এই স্লোগানকে হৃদয়ে ধারন করে ২০২০ সালের ৬সেপ্টেম্বর রাইজিং ইয়োথ সোসাইটি নামক একটি সংগঠন তৈরি করার উদ্যোগ নিই কারন আমি বিশ্বাস করি যদি তরুণেরা ঐক্যবদ্ধ হয় তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। বর্তমানে Let's do something অর্থাৎ চল কিছু করি যে স্লোগান নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আমরা দেশ এবং সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.