স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর যশোর কল্যাণ সমিতি,গাজীপুর শাখার উদ্যোগে আয়োজিত হলো ইফতার মাহফিল ও মতবিনিময় সভা। ৭ এপ্রিল শুক্রবার গাজীপুরের শিমুলতলী রোডস্থ বিলাসপুর জয়দেবপুর "সোনারতরী কমিউনিটি সেন্টারে" আয়োজিত হয় এই ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে মতবিনিময় সভায় সমিতির কার্যক্রম এবং নানান দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আগামীতে বৃহত্তর যশোর কল্যাণ সমিতিকে আরো শক্তিশালী ও সুন্দর আদর্শিক একটি সংগঠন হিসেবেও গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন আগত নেতৃবৃন্দ।
উক্ত আয়োজিত ইফতার মাহফিলে বিএমইটির মহাপরিচালক, বৃহত্তর যশোর কল্যাণ সমিতি, গাজীপুর এর সভাপতি মোঃ শহীদুল আলম,এনডিসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কিউরেটর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও সাবেক শিক্ষা সচিব জনাব মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম শেখ। বৃহত্তর যশোর কল্যাণ সমিতির সেক্রেটারি জাহিদুল ইসলাম । বৃহত্তর যশোর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম খান।বৃহত্তর যশোর কল্যাণ সমিতি গাজীপুর জেলার নেতৃবৃন্দ সহ আরো অনান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পর দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.