মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্পের ‘চাষী প্রশিক্ষণ ও মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ই এপ্রিল) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বিএডিসি খামারে অনুষ্ঠিত জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিত করণ প্রকল্পের আওতায় চাষী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা বিএডিসির জীবপ্রযুক্তি প্রকল্পের টিম লিডার মুহাম্মদ আজহারুল ইসলাম।
এতে ডোমার ভিত্তি আলু ও বীজ উৎপাদন খামার বিএডিসির উপ-পরিচালক (খামার) কৃষিবিদ মোঃ আবু তালেব মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিএডিসির জীবপ্রযুক্তি প্রকল্পের পরিচালক ড. এবিএম গোলাম মনছুর।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষীদের নিয়ে খামারে অভিজ্ঞতা বৃদ্ধিতে মাঠ দিবস কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.