মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার চকরিয়া থানাধীন ইলিশিয়া চৌয়ারাফাঁড়ি এলাকার দুর্গম চিংড়ি ঘেরে অভিযান পরিচালনায় আরসা'র আরেক অস্ত্র সরবরাহকারী অস্ত্রসহ র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫ কক্সবাজার অবগত হয় যে, রোহিঙ্গা ক্যাম্পের আরসা’র সন্ত্রাসীরা গোপনে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে অস্ত্র সংগ্রহের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় অপহরণ, হত্যা ইত্যাদি কর্মকান্ড সংগঠনের জন্য পরিকল্পনায় লিপ্ত আছে।
উক্ত তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের নিকট অস্ত্র বিক্রয়ের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ কক্সবাজার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ১৩ নং বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া চৌয়ারাফাঁড়ি গ্রামস্থ লোকালয় থেকে বহুদূরে অবস্থিত দুর্গম চিংড়ি ঘেরের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী চক্রের কতিপয় সদস্য অস্ত্রসহ অবস্থান করছে।
সেই তথ্য মোতাবেক র্যাব ১৫ কক্সবাজার, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মো. নাসির উদ্দিন নামের একজন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে দুই রাউন্ড কার্তুজসহ দুটি এলজি বন্দুক উদ্ধার করা হয় । এছাড়া চিংড়ি ঘেরের চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে এবং সুউচ্চ ওয়াচ টাওয়ার ব্যবহার করে নিরাপদে অস্ত্র ব্যবসা পরিচালিত করছিল মর্মে অভিযানকালে পরিলক্ষিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মহেশখালীসহ বিভিন্ন এলাকা হতে অবৈধ অস্ত্র ক্রয় করে গোপনে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ অন্যান্য দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় করে আসছে ।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.