মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দলীয়ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি উঠান বৈঠক, সভা-সমাবেশ করে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগের এমপি ও মনোনয়ন প্রত্যাশীরা। অনেক প্রার্থীরা রংবেরঙ্গের লিফলেট ও ফেস্টুন টানিয়ে নিজের প্রার্থিতার পরিচয় জানান দিচ্ছেন।
রাজপথে আন্দোলনের মাধ্যমে নিজেদের সংগঠিত করছে সরকারবিরোধী বিএনপি ও জামায়াতে ইসলামী। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি, খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির নানা ইস্যুতে জনমত তৈরি করছে বিএনপি। একই সঙ্গে ভোটেরও প্রস্তুতিও নিচ্ছে তারা। বর্তমানে জেলার চারটি আসনই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দখলে। তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে মহাজোটভুক্ত ওয়ার্কার্স পার্টি। তবে এবার আওয়ামী লীগ চারটি আসনই পেতে চায়। বিএনপি নেতৃত্বাধীন জোটের দলগুলো সর্বদা লড়াইয়ে মরিয়া ।
জামায়াতের ঘাঁটি হিসাবে খ্যাতছিল অতীত সময়ে এ সাতক্ষীরা। সেই স্মৃতি নিয়ে মাঠে আছেন জামায়াত প্রার্থীরাও। সর্বত্র এখন একটাই আলোচনা কোন দলের কে প্রার্থী হচ্ছেন। তত্তাবধায়ক সরকারের অধীনে,নাকি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে- তা নিয়েও আলোচনার শেষ নেই।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) মধ্যে আওয়ামী লীগের শক্ত ভিত এ আসনটিতে। কিন্তু বর্তমানে মহাজোটগতভাবে টানা দুবারের এমপি হিসেবে আসনটি আঁকড়ে আছেন ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ। এবারও তিনি প্রার্থিতার তালিকায় শক্ত অবস্থানে আছেন। এ ছাড়া এ আসনে আওয়ামী লীগের অর্ধডজন র্প্রার্থীর পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের শক্তিশালী প্রার্থীরাও রয়েছেন শক্ত অবস্থানে।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন চাইবেন এ আসনের সাবেক এমপি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান,জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন,জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মুজিব,কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম এবং তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
বিএনপির প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি,কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তবে এখন তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দন্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগারে আছেন। তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে তার স্ত্রী শাহানা আক্তার বকুল প্রার্থী হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দীর্ঘদিন মাঠে আছেন সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্। জাসদ থেকে এখানে মনোনয়নের জন্য কাজ করছেন জেলা জাসদ সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। জামায়াতের প্রার্থী হিসেবে এবারও নাম শোনা যাচ্ছে কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.