বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ)আসনে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন,একটি মেধাবী জাতি গঠন , সমৃদ্ধ ও আলোকিত রাষ্ট্র বিনির্মানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক সমাজের অনেক ভূমিকা রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে সাংবাদিকরা এগিয়ে এসেছিলেন। আমাদের সবার প্রিয়জন্ম ভূমি জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে জৈন্তাপুর প্রেসক্লাব সহ এখানে কর্মরত সকল সাংবাদিক বৃন্দের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা সহ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের উন্নয়ন সাংবাদিক সমাজ-কে আরও এগিয়ে আসতে হবে। তিনি বিগত অতীত সময়ে বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে যে সকল মরহুম জনপ্রতিনিধি সহ যারা কাজ করে গেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
জয়নাল আবেদীন আগামী জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসেন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে তিনি সাংবাদিক সমাজ সহ সবর্স্থরের জনগেনর সহযোগিতা কামনা করেন।
গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল জৈন্তাপুর প্রেসক্লাব ও জৈন্তাপুরে কর্মরত প্রিন্ট-ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্রুর, সাধারণ সস্পাদক আব্দুল হাফিজ,জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সমাজসেবী গোলাম কিবরিয়া,নাজিম উদ্দিন, নুরুল ইসলাম ও মাওলানা সামসুজ্জামান। মতবিনিময় অনুষ্ঠান সঞ্চলনা করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ। এছাড়া অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব সহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.