নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমী থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি,জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম,পুলিশ সুপার, পিপিএম-সেবা মোঃ রাফিউল আলম,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি শিক্ষা) লিউজা-উল-জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্তি পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমুল হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন,পিপি পল্লব ভট্টাচার্য,জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আরা হীরা,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এছাড়াও মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে।
এসময় তারা বর-বধু,কৃষক,লালন সহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে।
পরে জেলা প্রশাসন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন সঙ্গীত ও কবিতা পরিবেশন করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মন জয় করে নেয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.